আলীকদমে সেনাবাহিনীর বিশেষ সভা: নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়নের প্রতিশ্রুতি

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ সভা: নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়নের প্রতিশ্রুতি

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ সভা: নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়নের প্রতিশ্রুতি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে এক বিশেষ কারবারী সম্মেলন ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) দুপুরে গজালিয়া আর্মি ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শওকাতুল মোনায়েম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক, লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং লামা থানার অফিসার ইন-চার্জ। সভায় স্থানীয় কারবারী, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ গ্রামবাসীরা অংশ নেন।

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ সভা: নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়নের প্রতিশ্রুতি

সভায় প্রধান অতিথি বলেন, সেনাবাহিনী ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় টহল জোরদার করেছে। তিনি স্থানীয় জনগণকে নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সেনাবাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, ‘আলীকদম জোন শান্তি ও নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর। আপনারা সন্ত্রাসী গোষ্ঠীকে কোনো সহায়তা দেবেন না এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আমাদের তথ্য দিন।’

প্রধান অতিথি জানান, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া এবং অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি এলাকাবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সকল ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

আলীকদমে সেনাবাহিনীর বিশেষ সভা: নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়নের প্রতিশ্রুতি

সভার শেষ পর্যায়ে জোন অধিনায়ক সবাইকে সন্ত্রাস দমন ও চাঁদাবাজি রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আলীকদমের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা আপনাদের পাশে থাকবে।

সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।