মাটিরাঙ্গা সরকারি কলেজে সেনাবাহিনীতে যোগদান সংক্রান্ত উদ্বুদ্ধকরণ পাঠদান অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আজ মঙ্গলবার খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ‘বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ’ শীর্ষক বিশেষ পাঠদান ক্লাসের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কৌশিক জাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় শিক্ষার্থীদের বাংলাদেশের সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগদানের সুযোগ, যোগ্যতা এবং ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও, সেনাবাহিনীর শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণের ওপর আলোকপাত করেন তিনি। শিক্ষার্থীরা এ ক্লাস থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও অনুপ্রেরণা লাভ করেন।
শেষে লেফটেন্যান্ট কর্ণেল কৌশিক জাহান যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা উপজেলা দলের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, মাটিরাঙ্গা সরকারি কলেজ দলকে সাধুবাদ জানান এবং তাদের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের দেশসেবায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যোগদানের আহ্বান জানান।
উক্ত বিশেষ ক্লাসে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেনাবাহিনী ও দেশের প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।