কাপ্তাই সেনা জোনের মহতি উদ্যোগ: গৃহহীন পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ

নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার দূর্গম এলাকায় গৃহহীন পরিবারের মাঝে ৩টি নতুন ঘর নির্মাণ করে তাদের হাতে তুলে দিয়েছে সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন)।
রাজস্থলী উপজেলার হাজী পাড়া, তালুকদার পাড়া এবং কংসাইগো পাড়া এলাকার গৃহহীন পরিবারগুলোর মাঝে সম্প্রতি এই ঘরগুলো প্রদান করা হয়েছে।
নতুন ঘর পাওয়া পরিবারগুলোর মধ্যে তালুকদার পাড়ার সুইকেচিং মারমা, কংসাইগো পাড়ার মহিলা মাএসিং মারমা এবং হাজী পাড়ার বৃদ্ধ আলী হোসেন রয়েছেন। দীর্ঘদিন ধরে একটানা বৃষ্টির, রৌদ্রের এবং শীতের তীব্রতায় কষ্টে থাকা এসব পরিবার সেনাবাহিনীর তৈরি ঘর পেয়ে অত্যন্ত খুশি এবং সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
এটি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের লক্ষ্যে কাপ্তাই সেনা জোনের এক মানবিক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল এর নেতৃত্বে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১৮ মার্চ বিকেল ৪টায় রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর হাসিব ইমাম এর নেতৃত্বে এই নতুন ঘরগুলো এবং ঘরের চাবি বিতরণ করা হয়। এ সময় রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদুল আলম উপস্থিত ছিলেন।
কাপ্তাই জোন সূত্র জানিয়েছে যে, তারা রাজস্থলীর হাজী পাড়া, তালুকদার পাড়া এবং কংসাইগো পাড়া এলাকার পাশাপাশি জোনের আওতাধীন আরও ১২/১৪টি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামে আরও অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের উন্নয়নে সেনাবাহিনী পাশে থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে এই ধরনের মানবিক সহায়তার মাধ্যমে কাপ্তাই সেনা জোন স্থানীয় জনগণের আস্থা অর্জন করছে, যা এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।