গুইমারায় সেনাবাহিনীর মানবতার বাজার: সহায়তা পেলো ৫শতাধিক পরিবার

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের উদ্যোগে এক মানবিক সহায়তা কার্যক্রমে ৫শতাধিক পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘মানবতার বাজার’ শিরোনামে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে অসহায় পরিবারগুলোকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়, যা তাদের জন্য ছিল এক মহৎ উপহার।
সেনা সদস্যরা রিজিয়ন মাঠে আয়োজন করেন এক উন্মুক্ত বাজারের, যেখানে অন্নের জন্য সংগ্রামী মানুষগুলো নিজেদের প্রয়োজনীয় সামগ্রী নিতে পারেন। চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল উপস্থিত, যা পাহাড়ি-বাঙালি পরিবারগুলো তাদের ব্যাগে ভর্তি করে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা।
এসময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় এবং সরকারের উদ্যোগে এখানকার উন্নয়ন অব্যাহত থাকবে। সেনাবাহিনী মানুষকে সহায়তার হাত বাড়িয়ে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে গুইমারা রিজিয়ন মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সমাজের দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম একটি বড় উদাহরণ হয়ে রইল, যা মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতির প্রকাশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।