দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন মানবিক সহায়তার অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা প্রদান করা হয়েছে চিকিৎসা, গৃহ নির্মাণ ও শিক্ষা খাতে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ বুধবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জোন সদরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. ওমর ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান, এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেনসহ আরও উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা।
সর্বমোট ১০ জন দরিদ্র পরিবারের সদস্যকে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন সরবরাহ করা হয়। এছাড়া, ১০ জনকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং ৮ জন শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
জোন অধিনায়ক বলেন, ‘স্থানীয় জনগণ বিভিন্ন দুঃস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। তাদের দুর্দশা দূর করতে আমরা নানা সহায়তা প্রদান করেছি, যাতে তারা আবার তাদের জীবনে নতুন করে স্বাভাবিক জীবন শুরু করতে পারে।’
তিনি বলেন, এ ধরনের মানবিক সহায়তা আগামীতে আরও বৃদ্ধি পাবে, যার মাধ্যমে সেনাবাহিনী সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।