পবিত্র মাহে রমজানে রাঙামাটি সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
 
                 
নিউজ ডেস্ক
পবিত্র মাহে রমজান উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরূপ ২০০ দুস্থ ও অসচ্ছল পাহাড়ি-বাঙালি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন।
গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) সকালে সদর জোনের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন জোন অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী।
অনুষ্ঠানে রাঙামাটি সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আক্তার বিন মুক্তাদিরুল গানিউর রহমানসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রীর উপহার প্যাকেজ:প্রত্যেক পরিবারের জন্য দেওয়া ইফতার প্যাকেটে ছিল; ছোলা ১ কেজি, বারমিচলি সেমাই ১ কেজি, লাচ্ছা সেমাই ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম, স্টিক নুডলস ১ প্যাকেট, মুড়ি ৫০০ গ্রাম, চিনি ১ কেজি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটি জোন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে থেকে একে অপরকে সহায়তা করবে, এই বার্তাও সেনাবাহিনী প্রচার করছে।
সেনাবাহিনীর কাছ থেকে ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণ আনন্দ প্রকাশ করেন এবং এই মহতী উদ্যোগের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
