সেনা সহায়তায় নিজ গ্রামে ফিরল কেএনএফের অত্যাচারে পালিয়ে যাওয়া ৭টি পরিবারের ৩১ জন

নিউজ ডেস্ক
বান্দরবানে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন অধীনস্থ ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১১ মাস পর থানচি উপজেলার থানচি সদর ইউনিয়নের থানদুই বম পাড়ার ৭টি পরিবারের ৩১ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।
আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে তারা থানদুই বমপাড়ায় প্রবেশ করেন।
পাড়াবাসীর প্রত্যাবর্তন উপলক্ষে সেনাবাহিনীর বাকলাই পাড়া সাব জোন ক্যাম্পের সদস্যরা তাদের সুস্বাদু খাবার খাওয়ান। এছাড়াও, আগত পাড়াবাসীদের মেডিকেল সহায়তা, ওষুধপত্র এবং খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। প্রতি পরিবারকে চাল ১০ কেজি, আটা ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, চা-পাতা ১ কেজি ও বিভিন্ন মসলা সামগ্রী প্রদান করা হয়।
থানদুই পাড়াবাসী জানায়, ২০২৪ সালের এপ্রিলে সোনালী ও কৃষি ব্যাংকে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা দিনে-দুপুরে ডাকাতি চালায়। এরপর সেনাবাহিনীর অভিযানের মুখে কেএনএফ সদস্যরা সাধারণ জনগণের ওপর নানা নির্যাতন চালায়, যার ফলে তারা গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হন। সেই সময় মোট ১৮টি পরিবার বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৭টি বম পরিবার তাদের বাড়িতে ফিরে এসেছে।
থানদুই পাড়ার বাসিন্দা চম থুন বম (৬৮) বলেন, ‘কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমস্যার কারণে আমরা দীর্ঘ ১০-১২ মাস ধরে বনজঙ্গলে এবং আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আজ সেনাবাহিনীর সহায়তায় ফিরে এসে অনেক ভালো লাগছে।’
অন্য এক বাসিন্দা লাল হো নাক (২০) বলেন, ‘প্রায় ১১ মাস বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কেটেছে। আজ সেনাবাহিনীর সহায়তায় নিজ বসতভিটায় ফিরতে পেরে দারুণ আনন্দ লাগছে।’
বসতবাড়িতে ফিরে আসা জিং থিয়ান কিম বম (৪৩) জানান, ‘আমরা ১১ মাস আগে গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। সেনাবাহিনীর সহায়তায় আজ পরিবারসহ ফিরে এসে স্বস্তি পাচ্ছি।’
বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর জুবায়ের জানান, বম জনগোষ্ঠীর পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, আর্থিক সহযোগিতা এবং খাদ্য সরবরাহে বাংলাদেশ সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রাখবে। এছাড়া, থানদুই পাড়ার নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি চালানো হবে। তিনি আশ্বাস দেন, সেনাবাহিনী পাড়াবাসীর সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সেনাবাহিনীর সহায়তায় কেএনএফ-এর অত্যাচারে পালিয়ে যাওয়া বম জনগোষ্ঠীর ফিরে আসার ঘটনা এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।