রাঙামাটিতে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে রাঙামাটির লংগদুতে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অসহায়, দরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন।
শনিবার ( ২২ মার্চ) সকাল ১০টায় লংগদু জোনের আওতাধীন কালাপাকুজ্জা শিবির বাজার সেনামৈত্রী উচ্চবিদ্যালয় মাঠে অসহায় হতদরিদ্র শাতাধিক পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।
এসময় জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্ণব ও ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ মেডিক্যাল অফিসার উপস্থিত থেকে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন।
জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়া বলেন, দেশ ও মানব কল্যাণে আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিক কাজে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধরণের কার্যক্রম অব্যহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।