লক্ষ্মীছড়িতে সেনা তৎপরতায় আগুন থেকে রক্ষা পেল গ্রামীণ ও রবি টাওয়ার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার কলেজ টিলায় অবস্থিত গ্রামীণ ও রবি টাওয়ার ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা পেয়েছে।
শনিবার ইফতারের পর মুসল্লীরা যখন নামাজে দাঁড়িয়েছিলেন, তখনই খবর আসে কলেজ টিলায় আগুন লেগেছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিলেও সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছানোর ফলে টাওয়ার দুটি রক্ষা পায়।
ঘটনাস্থলে তৎপরতার জন্য ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি এবং সেনাবাহিনীর চৌকশ টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ছিল টাওয়ারের পাশের ঝোপ-জঙ্গলে এবং জেনারেটরের কাছে, যেখানে ভয়াবহভাবে আগুন ছড়িয়ে পড়ছিল। প্রাথমিকভাবে টাওয়ারের পাশের আগুন নিয়ন্ত্রণে আনার পর পুরো এলাকাজুড়ে আরও প্রায় আড়াই ঘণ্টা সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
লক্ষ্মীছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ সালেহ আহমেদ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে পৌছানোর পর দ্রুত আগুন নেভানোর কাজে যোগ দেন। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়। তিনি জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এছাড়া, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তাজুল ইসলাম, যিনি পুরো সময় ধরে আগুন নেভানোর সঠিক দিকনির্দেশনা দেন।
স্থানীয়দের মতে, আগুনের ধরন দেখে এটি নাশকতা বা রহস্যজনক ঘটনা বলেই মনে হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।