বিজিবির রামগড়ে জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজিবির রামগড়ে জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিজিবির রামগড়ে জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে জোন সদরে অনুষ্ঠিত সভায় স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ছিল; দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, পাহাড়ী ও বাঙালিদের মধ্যে সুসম্পর্ক ও স্থিতিশীলতা বজায় রাখা, সন্ত্রাসী কার্যকলাপ, অপহরণ ও চাঁদাবাজী প্রতিরোধের পদক্ষেপ, সংখ্যালঘুদের ওপর হামলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, চুরি ও ডাকাতি বন্ধে উদ্যোগ, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট বন্ধ করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় নজর রাখা, রাজনৈতিক ব্যক্তিদের সততা ও নিষ্ঠা বজায় রাখা, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবির কঠোর অবস্থান, পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ মাটি, বালু, কাঠ ও বাঁশের অবৈধ বিক্রয় ও পরিবহন রোধে জনগণের সহযোগিতা কামনা।

সভায়, যে কোনো ধরনের অপরাধ বা সন্ত্রাসী কার্যকলাপ ঘটলে দ্রুত বিজিবিকে অবহিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

মুক্ত আলোচনায় স্থানীয় অতিথিরা এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে বিজিবির সহযোগিতা কামনা করেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে বিজিবি কর্তৃক গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

পরে জোন অধিনায়ক রামগড় জোনের আওতাধীন সামাজিক অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা, বাজার নিরাপত্তা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন।

এসময় রামগড় জোনের উপ-অধিনায়ক মেজর নুর আহাম্মদ, মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, স্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা কমান্ডার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় হেডম্যান, কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রামগড় জোনের এই সভা স্থানীয় জনগণের মাঝে নিরাপত্তা এবং শান্তির পরিবেশ বজায় রাখতে বিজিবির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।