ঈদ উপলক্ষ্যে সেনাবাহিনীর আলীকদম জোনে বিশেষ নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঈদ উপলক্ষ্যে সেনাবাহিনীর আলীকদম জোনে বিশেষ নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঈদ উপলক্ষ্যে সেনাবাহিনীর আলীকদম জোনে বিশেষ নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন ঈদ-উল -ফিতর উপলক্ষে বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর আলীকদম জোনের আয়োজনে নিরাপত্তা বিষয়ক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) আলীকদম জোন ক্যান্টিন সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ।

সভার শুরুতেই প্রধান অতিথি মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ঈদ উপলক্ষ্যে সেনাবাহিনীর আলীকদম জোনে বিশেষ নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

তিনি বলেন, ঈদ-উল-ফিতর উপলক্ষে পর্যটকদের গমনাগমন বৃদ্ধি পেতে পারে এবং সেই সঙ্গে পর্যটকদের রিসোর্টে রাত্রিযাপন সম্পর্কিত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আলীকদম জোন ইতিমধ্যে সেনাবাহিনীর টহল বাড়িয়ে এলাকার সাধারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সভায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদেরও এগিয়ে আসতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে।’

তিনি সকলকে সতর্ক করে বলেন, ‘আপনারা আলীকদম জোনকে সময়মতো তথ্য দিয়ে সহযোগিতা করুন এবং সন্ত্রাসী সংগঠনসমূহকে কোনো প্রকার সহায়তা প্রদান থেকে বিরত থাকুন।’

ঈদ উপলক্ষ্যে সেনাবাহিনীর আলীকদম জোনে বিশেষ নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

এছাড়া, তিনি আলীকদম জোনের পক্ষ থেকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আলীকদম জোন পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকায় শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, খেলাধূলা, চিকিৎসা সেবা এবং সাধারণ জীবনযাত্রার মানের উন্নয়নসহ সর্বদা কাজ করে যাচ্ছে।’

প্রধান অতিথি সভায় উপস্থিত সকলকে একত্রিত হয়ে সন্ত্রাস দমন এবং চাঁদাবাজি বন্ধ করার জন্য একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে আলীকদম জোনের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট থাকব।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার, লামা এবং আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামা ও আলীকদম থানার ওসি, রিসোর্ট মালিক, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।