লংগদু সেনা জোনে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
 
                 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটির লংগদু জোনে গত রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় দেশের বর্তমান পরিস্থিতি, লংগদু উপজেলার বিভিন্ন বিষয় ও শান্তি-সম্প্রীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় লংগদু জোনের নবাগত অধিনায়ক লেঃ কর্নেল মোর্শেদ এর পরিচিতি এবং বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্নেল হিমেল মিয়ার সাথে কুশল বিনিময় করেন সভায় অংশগ্রহণকারীরা।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় লে. কর্নেল হিমেল মিয়া, উপজেলার সকল মানুষের সুস্বাস্থ্যে ও মঙ্গল কামনা করে নতুন জোন অধিনায়ক লেঃ কর্নেল মোর্শেদকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি উপজেলার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে একযোগে কাজ করার অনুরোধ করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
