খাগড়াছড়িতে গলফ ক্লাবের যাত্রা, শুরু হলো দ্বিতীয় তিতাস প্রেসিডেন্ট কাপ

খাগড়াছড়িতে গলফ ক্লাবের যাত্রা, শুরু হলো দ্বিতীয় তিতাস প্রেসিডেন্ট কাপ

খাগড়াছড়িতে গলফ ক্লাবের যাত্রা, শুরু হলো দ্বিতীয় তিতাস প্রেসিডেন্ট কাপ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলায় গলফ খেলার পরিসরে যুক্ত হলো নতুন এক অধ্যায়। শুক্রবার (১১ এপ্রিল) খাগড়াছড়ি গলফ হাউজ এবং চেঙ্গি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান।

একই আয়োজনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দ্বিতীয় তিতাস প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টও।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী ফারজানা আক্তার চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল ইসলাম, রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিনসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ পার্বত্য অঞ্চলে খেলাধুলা, বিনোদন ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সেনাবাহিনীর এই আয়োজন শান্তিপূর্ণ সমাজ গঠনের পাশাপাশি খেলাধুলার প্রসারে বড় অবদান রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।