দুর্গম পাহাড়ে সুপেয় পানির ব্যবস্থা করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই ধারাবাহিকতায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দোপানীছড়া পাড়ার পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ১০০০ ফুট পানির পাইপ বিতরণ করেছে। দীর্ঘদিন যাবৎ সুপেয় পানির সংকটে ভোগা এই জনপদের মানুষের মুখে এতে হাসি ফুটেছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিজিবি’র রুমা ব্যাটালিয়নের অধীন দোপানীছড়া বিওপি’র ব্যবস্থাপনায় ক্যাপ্টেন সামীন আবিদ শান্ত আনুষ্ঠানিকভাবে পাড়ার কারবারীর হাতে পাইপ হস্তান্তর করেন। এ সময় বিওপি’র অন্যান্য কর্মকর্তা, সৈনিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোপানীছড়া পাড়া বিজিবির ব্যাটালিয়ন সদর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে, অত্যন্ত গহীন ও দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এই এলাকাটি দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির ঘাটতিতে ভুগছে। স্থানীয় বাসিন্দারা ঝিরি বা পাহাড়ি ঝর্ণার পানি সংগ্রহ করে জীবিকা চালিয়ে আসছিলেন, যা বর্ষা মৌসুমে বিপজ্জনক হয়ে ওঠে।
গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান দোপানীছড়া বিওপি পরিদর্শনের সময়, পাড়ার জনগণ তাদের সুপেয় পানির সমস্যার কথা তুলে ধরেন। পাড়ার কারবারী এ সময় ১০০০ ফুট পাইপ সরবরাহের আবেদন করেন, যার মাধ্যমে পাহাড়ের উঁচু ঝিরি থেকে পানির উৎসকে নিচে গ্রামে নামিয়ে আনা যাবে।
সেক্টর কমান্ডার তখন আশ্বাস দেন যে, বিজিবি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। তারই অংশ হিসেবে আজ এই পাইপ সরবরাহ করা হলো, যা দিয়ে পাহাড়ি উৎস থেকে গ্রামে পানির লাইন টানা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছেন, এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে এবং সুস্বাস্থ্য নিশ্চিতে সহায়ক হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।