সাংগ্রাই পোয়ে উপলক্ষে আলীকদম সেনা জোনের নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম

নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার প্রকৃতি নির্ভর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই সেনা জোন বিভিন্ন সময় মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করে আসছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই পোয়ে উদযাপন উপলক্ষে আলীকদম জোনের অধীনস্থ গজালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক সম্প্রতি নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন লামা থানার ওসি, বিভিন্ন বৌদ্ধ বিহারের ভ্রান্তে, কারবারি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। সভায় উৎসবকালীন নিরাপত্তা ব্যবস্থা, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও, আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার সরেজমিনে পরিদর্শন করা হয়। সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সাংগ্রাই পোয়ে অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে আলীকদম জোনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতামূলক পদক্ষেপ।
এছাড়াও, জোনের আওতাধীন সকল ক্যাম্পে অব্যাহত রয়েছে মানবিক সহায়তা কার্যক্রম, যার মধ্যে রয়েছে দরিদ্র জনগণের মাঝে অর্থ বিতরণ, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দুঃস্থদের চিকিৎসার্থে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং শান্তি, উন্নয়ন ও জাতিগত সম্প্রীতি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সেনাবাহিনীর এই সদিচ্ছা ও প্রচেষ্টা পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।
সাংগ্রাই পোয়ে উৎসবকে ঘিরে সকল ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের জন্য এই আয়োজন একটি শান্তিপূর্ণ, আনন্দমুখর উদাহরণ হয়ে থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।