সাংগ্রাই পোয়ে উপলক্ষে আলীকদম সেনা জোনের নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম

সাংগ্রাই পোয়ে উপলক্ষে আলীকদম সেনা জোনের নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম

সাংগ্রাই পোয়ে উপলক্ষে আলীকদম সেনা জোনের নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের অন্তর্গত আলীকদম জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকার প্রকৃতি নির্ভর সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই সেনা জোন বিভিন্ন সময় মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করে আসছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাই পোয়ে উদযাপন উপলক্ষে আলীকদম জোনের অধীনস্থ গজালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক সম্প্রতি নিরাপত্তা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সাংগ্রাই পোয়ে উপলক্ষে আলীকদম সেনা জোনের নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম

উক্ত সভায় উপস্থিত ছিলেন লামা থানার ওসি, বিভিন্ন বৌদ্ধ বিহারের ভ্রান্তে, কারবারি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ। সভায় উৎসবকালীন নিরাপত্তা ব্যবস্থা, পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও, আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহার সরেজমিনে পরিদর্শন করা হয়। সেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সাংগ্রাই পোয়ে উপলক্ষে আলীকদম সেনা জোনের নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম

সাংগ্রাই পোয়ে অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে আলীকদম জোনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতামূলক পদক্ষেপ।

এছাড়াও, জোনের আওতাধীন সকল ক্যাম্পে অব্যাহত রয়েছে মানবিক সহায়তা কার্যক্রম, যার মধ্যে রয়েছে দরিদ্র জনগণের মাঝে অর্থ বিতরণ, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দুঃস্থদের চিকিৎসার্থে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম।

সাংগ্রাই পোয়ে উপলক্ষে আলীকদম সেনা জোনের নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শুধু নিরাপত্তা নিশ্চিতে নয়, বরং শান্তি, উন্নয়ন ও জাতিগত সম্প্রীতি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সেনাবাহিনীর এই সদিচ্ছা ও প্রচেষ্টা পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।

সাংগ্রাই পোয়ে উৎসবকে ঘিরে সকল ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষের জন্য এই আয়োজন একটি শান্তিপূর্ণ, আনন্দমুখর উদাহরণ হয়ে থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।