সিরাজগঞ্জে রাস্তা অবরোধ ছাত্রদের, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

সিরাজগঞ্জে রাস্তা অবরোধ ছাত্রদের, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পলিটেকনিক ছাত্রদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে আজ সকাল ১১ টায় ব্যাপক রোড ব্লক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আনুমানিক ৫০০-৭০০ জন ছাত্র শহরের প্রধান সড়ক অবরুদ্ধ করে রেখে তাদের দাবি সরকারের কাছে তুলে ধরার জন্য আন্দোলন শুরু করে।

কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং সরকারের কার্যক্রমে পরিবর্তন আনা। তবে, রোড ব্লকের কারণে ৩০-৪০ মিনিটের জন্য সাধারণ মানুষের চলাচলে অস্থিরতা সৃষ্টি হয়, যা তাদের জন্য কিছুটা ভোগান্তির কারণ হয়।

এমতাবস্থায় সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের পেট্রোল টিম, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসকের সরাসরি উপস্থিতিতে ছাত্রদের রোড ব্লক কর্মসূচি প্রশমিত হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ ছাত্রদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন।

দুপুর পোনে ১পায় ছাত্ররা তাদের আন্দোলন সমাপ্ত করে রাস্তা পুনরায় উন্মুক্ত করে দেয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ আর্মি মুখপাত্র জানান, “আমরা আগে থেকেই রোড ব্লক কর্মসূচির বিষয়ে অবহিত ছিলাম, তবে এত সংখ্যক ছাত্রের উপস্থিতি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিল না। তবুও, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছি এবং কোন বিশৃঙ্খলা হতে দেয়নি।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।