সিংড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই: সেনা অভিযানে ৩ সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলার কলম বাজারে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
ঘটনাটি ঘটে গত ১৮ মার্চ ২০২৫ তারিখে। স্থানীয় ব্যবসায়ী মো. নাইস প্রামাণিক কলম বাজার এলাকায় ব্যবসায়িক কার্যক্রম শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয় এবং তার কাছ থেকে উল্লেখিত পরিমাণ টাকা ছিনিয়ে নেয়া হয়।
এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টা ৩০ মিনিটে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনার সাথে সরাসরি জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন; মো. করিম, মো. আলমগীর ও মো. রুবেল আলী।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা চলমান রয়েছে।
সেনাবাহিনীর অভিযানে তাদের গ্রেফতারের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়। ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।