ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়

ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়

ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে মারিশ্যা জোনের মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা জোনে (২৭ বিজিবি ) গতকাল ২২ এপ্রিল সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার আয়োজন করা হয় স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। তিনি সভার সভাপতিত্ব করেন এবং উপস্থিতদের সাথে সন্ত্রাস, চোরাচালান ও অপরাধমূলক কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

জোন অধিনায়ক সভায় উপস্থিত সকলকে অবৈধ চোরাচালান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন এবং হুঁশিয়ারি দেন, যারা এই ধরনের কার্যক্রমে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুক, মেডিকেল অফিসার মেজর গাজী মোঃ হাসান এবং সহকারী পরিচালক মোঃ আজিমুল হক।

এ সভা স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।