বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের দুর্গম মদক এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান
 
                 
নিউজ ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দুর্গম পার্বত্য সীমান্তে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে, গতকাল ২২ এপ্রিল ২০২৫ তারিখে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের মদক বাজারে বিজিবি কর্তৃক একটি মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে মাদক এলাকার চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুসহ ৫০ জনের অধিক পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ প্রদান করা হয়।
এই ক্যাম্পেইনটি পরিচালনা করেন আলীকদম ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম।
মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড এস নাহিয়ান এবং বিভিন্ন পদবীর বিজিবি সৈনিকবৃন্দ সহ স্থানীয় পাড়া কারবারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “বিজিবি সবসময় দুর্গম পাহাড়ী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এসব কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে সম্পর্কের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই মেডিক্যাল ক্যাম্পেইনটি পার্বত্য অঞ্চলে বিজিবির মানবিক কার্যক্রমের একটি সফল উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
