অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিডিপি সদস্যকে নতুন ঘর প্রদান করলো বিজিবির যামিনীপাড়া জোন
 
                 
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিয়মিতভাবে যে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, তারই অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক ভিডিপি সদস্যকে নতুন বসতঘর হস্তান্তর করেছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সাহেব সরদারপাড়া এলাকায় এই নতুন ঘর হস্তান্তর করেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল খালিদ ইবনে হোসেন। “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
এর আগে, গত ১৮ মার্চ ভিডিপি সদস্য বিল্লাল হোসেনের (৫০) বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই পুড়ে যায় তার ঘরবাড়ি, রান্নাঘর ও ঘরে রক্ষিত সমস্ত মালামাল। জীবনজুড়ে গড়ে তোলা সামান্য সম্পদ হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন এই প্রান্তিক নিরাপত্তা সহায়ক সদস্য। বিষয়টি জানার পর মানবিক উদ্যোগ গ্রহণ করে যামিনীপাড়া জোন। আবেদনের প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যেই নতুন বসতঘর নির্মাণ করে তা বিল্লাল হোসেনের হাতে তুলে দেয় বিজিবি।
জোন অধিনায়ক লেঃ কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, “পার্বত্য এলাকার শান্তি, স্থিতিশীলতা এবং সহমর্মিতাপূর্ণ সমাজ গঠনে সীমান্ত রক্ষা ছাড়াও বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই সহায়তা তারই একটি প্রতিফলন।”
উল্লেখ্য, এই ঘর প্রদান শুধু একটি পরিবারকে আশ্রয় নয়, বরং প্রমাণ করে যে প্রতিকূল পরিস্থিতিতেও রাষ্ট্র ও নিরাপত্তা বাহিনী মানুষের পাশে আছে। মানবিকতা ও সহানুভূতির মাধ্যমে সমাজে স্থায়ী শান্তি ও উন্নয়নের বীজ বোনা সম্ভব—এবারেও সেই বার্তা দিল বর্ডার গার্ড বাংলাদেশ ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
