পানছড়িতে উপহারের বসতঘর পেলেন ভূমিহীন ভিডিপি সদস্য আয়েশা খাতুন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার মধ্যনগর গ্রামে ভিডিপি সদস্য আয়েশা খাতুন ১৯৮৪ সাল থেকে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। প্রত্যন্তাঞ্চলের জরাজীর্ণ ঘরে, স্বল্প বেতনে ও অভাব অনটনে কখনো হাল ছাড়েন নি। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন। এবার তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আবাসন প্রকল্প থেকে নতুন সেমি-পাকা ঘর পেয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নবনির্মিত ঘরের সামনে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে ভিডিপি সদস্য আয়েশা খাতুনের জন্য নব-নির্মিত ঘরের উদ্বোধন ও হস্তান্তর করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

জানা গেছে, সারাদেশে আনসার ও ভিডিপির সদস্যদের জন্য ২৬টি ঘর নির্মিত হলেও উদ্বোধন করা হয় চারটি ঘর। এর মধ্যে কুমিল্লা, নেত্রকোনা, বগুড়া ও খাগড়াছড়ির পানছড়িতে ১টি সহ মোট ৪টি ঘর ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক উদ্বোধন করেন।
পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মধ্যনগর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী আয়েসা খাতুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সরকারিভাবে নব-নির্মিত পানির ব্যবস্থা সহ টয়লেট, গোসলখানা, বিদ্যুৎ সুবিধা সহ দুটি থাকার কক্ষ ও বারান্দা সম্বলিত ঘর পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাহিনীর সদর দপ্তরের সাথে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন জেলা কমান্ডিং অফিসার আরিফুল রহমান, ৫ আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার মো. হেলাল, খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, মাটিরাঙ্গা উপজেলা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, পানছড়ি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কাজী আকাশসহ পানছড়ি উপজেলার আনসার-ভিডিপি সদস্যগণ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।