রাঙামাটিতে জেএসএস সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ সন্ত্রাসী আহত

গুলিবিদ্ধ ইউপিডিএফ সন্ত্রাসী
নিউজ ডেস্ক
রাঙামাটির সদর উপজেলার সাপছড়ির যৌথ খামার মইনপাড়া এলাকায় জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অপহর সন্ত্রাসী দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর পরিচালক বাইট্টা চাকমা ওরফে লেত্তু চাকমা (৫৪) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস এর একটি সশস্ত্র দল হঠাৎ করে ওই এলাকায় এসে এলোপাতাড়ি গুলি চালায় এবং পরে দ্রুত স্থান ত্যাগ করে। গুলির ঘটনায় ইউপিডিএফ সন্ত্রাসী বাইট্টা চাকমা কোমর ও হাতে গুলিবিদ্ধ হন। হামলার সময় তিনি বাড়ির উঠানে অবস্থান করছিলেন।
গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে, স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। আহত বাইট্টা চাকমাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, “আমি লোকমুখে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত তথ্য হাতে পাইনি।”
এদিকে, ঘটনার পর রাতে ইউপিডিএফ-এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, এ হামলার পেছনে পার্বত্য চট্টগ্রামের আরেক সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী জেএসএস (সন্তু লারমা গ্রুপ) জড়িত।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বারবার এভাবে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করছে। নিরাপরাধ সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। এই পরিস্থিতিতে শান্তি রক্ষায় কঠোর নজরদারি ও নিরাপত্তা বাহিনীর সক্রিয় ভূমিকা এখন সময়ের দাবি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।