নাটোরে সেনাবাহিনীর অভিযানে বন্ধ অবৈধ বালু উত্তোলন, স্বস্তিতে পদ্মা পাড়ের মানুষ

নিউজ ডেস্ক
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে দৃঢ় অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে তীরবর্তী এলাকার জনগণের মাঝে ফিরেছে স্বস্তি ও নিরাপত্তা। দীর্ঘদিন ধরে চলা এই অবৈধ কর্মকাণ্ডে নদীভাঙন ও জমি হারিয়ে নিঃস্ব হওয়া কৃষকদের মুখে এখন নতুন আশার আলো।
সর্বশেষ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনভর সেনাবাহিনী চর বিনোদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে অবৈধ বালু উত্তোলনকারীরা অস্থায়ী ঘর বানিয়ে অবস্থান করছিল। তবে অভিযানের খবর পেয়ে ড্রেজার সরিয়ে আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা। সেনাবাহিনীর নজরদারিতে এখন পুরো অঞ্চলে অবৈধ উত্তোলন কার্যত বন্ধ।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর পদ্মার চর থেকে বালু ও মাটি তুলে বিক্রির মহোৎসব চললেও তা বন্ধে ছিল না দৃশ্যমান কোনো উদ্যোগ। প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে কৃষকেরা তাদের জমিতে ফসলও ফলাতে পারতেন না। প্রতিবাদ করলে হুমকি, এমনকি অস্ত্রের মুখোমুখি হতে হতো তাদের।
চর জাজিরা গ্রামের প্রবীণ মতিন মিয়া বলেন, “আগে নৈরাজ্য চললেও এখন সেনাবাহিনীর নিয়মিত টহলের কারণে সেই সন্ত্রাসীরা গা ঢাকা দিয়েছে। কৃষকেরা আবার মাঠে ফিরে এসেছে, ফিরেছে শান্তি।”
তিনি আরও জানান, অবৈধ বালু ব্যবসায় সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ হবার নয়। তাই ভবিষ্যতে এমন চোরাচালান রোধে প্রশাসনের স্থায়ী নজরদারি প্রয়োজন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে কেউ যাতে বালু তুলতে না পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। জেলা প্রশাসক আসমা শাহীন জানান, বালু উত্তোলন বন্ধে যৌথবাহিনী নিয়মিত অভিযান চালাবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।