পাহাড়ে পানির সংকট নিরসনে লংগদু জোনের ব্যতিক্রমী উদ্যোগ

পাহাড়ে পানির সংকট নিরসনে লংগদু জোনের ব্যতিক্রমী উদ্যোগ

পাহাড়ে পানির সংকট নিরসনে লংগদু জোনের ব্যতিক্রমী উদ্যোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা ছোট্ট একটি জনপদ— দাদীপাড়া। সমতল থেকে প্রায় দুইশ ফুট উঁচুতে অবস্থিত এ পাহাড়ি গ্রামে বছরের পর বছর পানির জন্য হাহাকার ছিল স্থায়ী চিত্র। আজ সেই দৃশ্যের বদল ঘটেছে। বাংলাদেশের সেনাবাহিনীর লংগদু জোনের মানবিক উদ্যোগে এখন দাদীপাড়ায় বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে নিয়মিত পানি পৌঁছাচ্ছে ঘরে ঘরে।

পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রচেষ্টা দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি দাদীপাড়ায় রিং টিউবওয়েল স্থাপন ও বৈদ্যুতিক পাম্পিং সিস্টেমের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয়দের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিনের পানির সংকট মিটে যাওয়ায় খুশি দাদীপাড়ার বাসিন্দারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাহাড়ে পানির সংকট নিরসনে লংগদু জোনের ব্যতিক্রমী উদ্যোগ

অনুষ্ঠানে জোন অধিনায়ক লেঃ কর্নেল মীর মোর্শেদ বলেন, “পাহাড়ি জনপদে শুধু নিরাপত্তা নয়, মানুষের জীবনমান উন্নয়নেও বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

দাদীপাড়ার একজন বাসিন্দা বলেন, “আগে আমাদের পানি আনতে ঘণ্টার পর ঘণ্টা কষ্ট করতে হতো। এখন ঘরেই পানি পাওয়া যাচ্ছে। সেনাবাহিনী আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে।”

বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগণের মনে নতুন আশার সঞ্চার করেছে। মানবিক সহযোগিতার এই ধারাবাহিকতায় পাহাড়ে বয়ে আসছে শান্তি ও উন্নয়নের ধারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।