সাজেকে বিদ্যালয় পুনঃনির্মাণে মারিশ্যা জোনের সহায়তা

নিউজ ডেস্ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর এলাকায় গাউ ডোমর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণের জন্য সহায়তা দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মারিশ্যা জোন (২৭ বিজিবি)।
শনিবার (২৬ এপ্রিল) সকালে মারিশ্যা জোনের আওতাধীন উদয়পুর বিওপির বিওপি কমান্ডারের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ৪২ পিস টিন ও ৬ পিস তুলি হস্তান্তর করা হয়। এ সময় এলাকার কারবারী, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় নির্মাণে এ সহায়তার জন্য স্থানীয়রা মারিশ্যা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “মারিশ্যা জোন দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
বাংলাদেশ বিজিবির এ মানবিক উদ্যোগে শিক্ষার আলো পৌঁছাবে পাহাড়ি জনপদের প্রত্যন্ত এলাকাগুলিতেও—এমনটাই আশা করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।