রুমায় সেনাবাহিনীর উদ্যোগে ১৪১ জন পাহাড়ির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগসহ বিভিন্ন খাতে পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ায় রুমা জোনের (৩৬ বীর) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রুমা জোনের আওতাধীন বেথেলপাড়ায় আয়োজিত এ কর্মসূচিতে ডেন্টাল, গাইনি, শিশু ও মেডিসিন ক্যাটাগরিতে মোট ১৪১ জন পাহাড়ি জনগণকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এর মধ্যে ২৫ জনকে ডেন্টাল, ৪১ জনকে গাইনী, ২১ জনকে শিশু এবং ২৭ জনকে মেডিসিন সংক্রান্ত সেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন মেজর রিফাত বিন আলম (প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ) ও মেজর লুবনা (ডেন্টাল বিশেষজ্ঞ), ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স, বান্দরবান রিজিয়ন এবং ক্যাপ্টেন মো. ফারুক (আরএমও, রুমা জোন)।
অনুষ্ঠানে মেজর পারভেজ ইমন ও ক্যাপ্টেন সাইফ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জোন অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, “পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।