পাকিস্তানের পর বাংলাদেশকেও পানি না দেয়ার আহ্বান বিজেপি এমপির!

পাকিস্তানের পর বাংলাদেশকেও পানি না দেয়ার আহ্বান বিজেপি এমপির!

পাকিস্তানের পর বাংলাদেশকেও পানি না দেয়ার আহ্বান বিজেপি এমপির!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার জেরে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়ার পর, বাংলাদেশেও পানিপ্রবাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

 কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয় এবং এখন দুবে বাংলাদেশের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছেন।
 
তিনি কংগ্রেস শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা চুক্তির কথা উল্লেখ করেন। ওই চুক্তিকে ত্রুটিপূর্ণ বলেও দাবি করেন দুবে।
 
তিনি বলেন, ‘গঙ্গা পানিবণ্টন চুক্তিটি ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের করা একটি ভুল ছিল।’
 
‘সন্ত্রাসবাদের সাথে জড়িত’ দেশগুলোর সাথে পানি ভাগাভাগি চালিয়ে যাওয়ার যুক্তি নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, ‘আমরা আর কতক্ষণ সাপদের পানি সরবরাহ করব? এখন তাদের পিষে ফেলার সময় এসেছে।’
 
পাকিস্তান ও বাংলাদেশ উভয় দেশের সঙ্গে ভারতের সীমান্তে নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিশিকান্ত দুবে। 
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।