কাউখালীতে বাঙ্গালি অধিকার আন্দোলনের রূপকার জয়নাল আবেদিন মুন্সী আর নেই

কাউখালীতে বাঙ্গালি অধিকার আন্দোলনের রূপকার জয়নাল আবেদিন মুন্সী আর নেই

কাউখালীতে বাঙ্গালি অধিকার আন্দোলনের রূপকার জয়নাল আবেদিন মুন্সী আর নেই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলা তথা পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালি পুনর্বাসিতদের অধিকার আন্দোলনের অন্যতম রূপকার, সমাজসেবক এবং অগ্রণী নেতা জয়নাল আবেদিন মুন্সী আর আমাদের মাঝে নেই। আজ রবিবার (২৭ এপ্রিল ২০২৫) ভোর ৪ টায় বেতছড়ির নিজ বাড়িতে ৮৮ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে কাউখালী ও পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালি সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জয়নাল মুন্সী বেতছড়ি মসজিদের খতিব মাওলানা ইসহাক সাহেবের পিতা এবং বেতছড়ি ছিদ্দিকি-ই-আকবর (রা.) মাদ্রাসার সুপার আব্দুর রাজ্জাক হোসেন তালুকদারের শ্বশুর ছিলেন। তিনি ১৯৭৯ সালে পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালি পুনর্বাসনের সূচনা সময় থেকেই এ অঞ্চলের বাঙালি জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন।

কাউখালীতে বসতি গড়ে ওঠার পর তিনি বাঙ্গালিদের অধিকার ও কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করেছেন। বিশেষ করে, কাউখালী চা প্রকল্পের সভাপতি হিসেবে তিনি বাঙ্গালিদের কর্মসংস্থানের জন্য ৭২ লাখ টাকার চা চারা রোপণ করার উদ্যোগ নেন, যদিও এই প্রকল্পটি উপজাতি সন্ত্রাসীদের দ্বারা নষ্ট হয়ে যায়।

স্থানীয়রা জানান, জয়নাল মুন্সী নিজের অর্থ ব্যয় করে বাঙালিদের কল্যাণে কাজ করেছেন, এবং তার এই নিষ্ঠা ও ত্যাগের ফলে কাউখালীতে তার মতো নিবেদিত নেতা আর পাওয়া যাবে না। চা প্রকল্পের সাধারণ সম্পাদক ও বাঙ্গালি পুনর্বাসন দলের নেতা বশির উদ্দিন লিডার তার মৃত্যুর পর বলেন, “জয়নাল মুন্সী ও হাতিমারার আব্দুস সামাদের পর এখন আমি একা। কাউখালীতে বাঙ্গালিদের পক্ষে কথা বলার কেউ নেই।”

এদিকে, দীর্ঘদিনের মানবাধিকার কর্মী মো. সোহেল রিগ্যান বলেন, “জয়নাল মুন্সীর অবদান অপরিসীম। তিনি বাঙ্গালিদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে দাবি উত্থাপন করেছেন, কিন্তু তিনি কখনো তার শ্রমের বিনিময় পাননি। তার মৃত্যুতে কাউখালীতে বাঙ্গালির অধিকার আন্দোলন ছায়াহীন হয়ে পড়ল।”

জয়নাল মুন্সীর মৃত্যুতে কাউখালীসহ পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালি সমাজ গভীর শোকাহত। তার অমূল্য অবদান ও দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন এক মহান নেতা, যিনি নিজের জীবন ও শ্রমের বিনিময়ে বাঙালিদের জন্য এক আলোকবর্তিকা হয়ে ছিলেন। তার পরামর্শ ও নেতৃত্বে আন্দোলনকারী বহু মানুষ আজও তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।