সিলেটে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন: ১২৪৫ জনকে চিকিৎসা সেবা প্রদান

সিলেটে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন: ১২৪৫ জনকে চিকিৎসা সেবা প্রদান

সিলেটে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন: ১২৪৫ জনকে চিকিৎসা সেবা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী সিলেট বিভাগের চারটি জেলায় স্থানীয় জনগণের জন্য মেডিকেল সেবা প্রদান করার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এরই অংশ হিসেবে আজ বুধবার সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুড়াউল উচ্চ বিদ্যালয়ে এক বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

এ ক্যাম্পেইনে স্থানীয় ১২৪৫ জন জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের মধ্যে ঔষধও বিতরণ করা হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিসিন, শিশু, চর্মরোগ এবং চক্ষু বিভাগের চিকিৎসা সেবা প্রদান করেন।

সিলেটে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন: ১২৪৫ জনকে চিকিৎসা সেবা প্রদান

এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন আগামী দিনে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও চালানো হবে, যা স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সেনাবাহিনী সিলেট অঞ্চলের জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা প্রদানের জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।