ঘুমধুমে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

ঘুমধুমে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

ঘুমধুমে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুইঙ্গাঝিরি সীমান্ত এলাকায় মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মনসুর আহমেদ (২৬)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
 
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বৃহস্পতিবার মধ্যরাতে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, দুপুরে মনসুর আহমেদসহ কয়েকজন বাংলাদেশি সীমান্তবর্তী তুইঙ্গাঝিরির পাহাড়ে বাঁশ কাটতে যান। একপর্যায়ে কাঁটাতারের সীমান্ত বেড়া অতিক্রম করে তারা মিয়ানমার ভূখণ্ডে প্রবেশ করেন। সেখানে হঠাৎ একটি মাইন বিস্ফোরিত হলে মনসুর গুরুতর আহত হন।
 
‘বিস্ফোরণে মনসুরের বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। গোড়ালি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অংশ ছিন্নভিন্ন হয়ে যায়,’ বলেন ওসি।
 
পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।
 
আহত মনসুর বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ওসি মাসরুরুল হক।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।