অন্ধকারে শিক্ষার আলো: থানচির দুর্গম পাহাড়ে বিজিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয় স্থাপন

অন্ধকারে শিক্ষার আলো: থানচির দুর্গম পাহাড়ে বিজিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয় স্থাপন

অন্ধকারে শিক্ষার আলো: থানচি দুর্গম পাহাড়ে বিজিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয় স্থাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম ত্রীমতি কারবারী পাড়ায় প্রতিষ্ঠিত হলো একটি নতুন প্রাথমিক বিদ্যালয়। ‘ওয়াংরাই পাড়া বিজিবি প্রাথমিক বিদ্যালয়’ নামক এই শিক্ষাপ্রতিষ্ঠানটি স্থাপন করেছে বিজিবির আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। এর ফলে ওই এলাকার পাঁচটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পাড়ার ৪২টি পরিবারের শিশুরা প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আসার সুযোগ পেয়েছে।

বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, এতদিন এলাকাটিতে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় স্থানীয় শিশুরা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এই পরিস্থিতিতে ৫৭ বিজিবির আর্থিক সহায়তায় এবং স্থানীয় কারবারী ও জনসাধারণের অংশগ্রহণে ত্রীমতি কারবারী পাড়ায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এতে করে কোমলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত হবার সুযোগ তৈরী হলো।

অন্ধকারে শিক্ষার আলো: থানচির দুর্গম পাহাড়ে বিজিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয় স্থাপন

আজ শুক্রবার (২ মে) বিদ্যালয়টির একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী। তিনি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর হাতে পাঠ্যবই, শিক্ষা সহায়ক সামগ্রী, বিস্কুট ও চকলেট তুলে দেন।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, মানবিক সহায়তার অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের মাঝে মশারিও বিতরণ করেছে ৫৭ বিজিবি। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে এককালীন আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে।

অন্ধকারে শিক্ষার আলো: থানচির দুর্গম পাহাড়ে বিজিবি কর্তৃক প্রাথমিক বিদ্যালয় স্থাপন

ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, দূর্গম সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে আস্থার প্রতীক হিসেবে বিজিবি সর্বদা পাশে রয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিজিবি জনগণের আস্থা অর্জন করছে। এসব উদ্যোগ পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, এই বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে পাহাড়ের দুর্গম জনপদে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হলো—যা পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়নের পথে বিজিবির আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *