উল্টাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২৭ বিজিবির আর্থিক সহায়তা

উল্টাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২৭ বিজিবির আর্থিক সহায়তা

উল্টাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২৭ বিজিবির আর্থিক সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩২নং বাঘাইছড়ি ইউনিয়নের মাঝিপাড়া বিওপির অধীনস্থ উল্টাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস তৈরির অর্থ সহায়তা প্রদান করেছে ২৭ বিজিবি (মারিশ্যা জোন)।

আজ শুক্রবার (২ মে) মাঝিপাড়া বিওপি কমান্ডারের মাধ্যমে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নগদ দশ হাজার টাকা হস্তান্তর করা হয়। এই অর্থ দিয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম তৈরি করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, শিক্ষাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবির সহযোগিতা আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিজিবির এমন মানবিক সহায়তা দুর্গম পার্বত্য অঞ্চলে শিক্ষাবিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।