বান্দরবানের মুনলাই পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

বান্দরবানের মুনলাই পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

বান্দরবানের মুনলাই পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম রুমা উপজেলার মুনলাই পাড়ায় বসবাসকারী মানুষের জন্য এক অনন্য মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২ মে) রুমা জোন ও ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স কর্তৃক আয়োজিত দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে স্থানীয়দের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেজর সাইফুল ইসলাম সাইফ, মেজর রিফাত বিনতে আলম এবং ক্যাপ্টেন সোহাগ। এতে সর্বমোট ১২৪ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন। রোগীদের মধ্যে শিশু ছিল ২৯ জন, গাইনী বিভাগে ৪০ জন এবং মেডিসিন বিভাগে ৫৫ জন। চিকিৎসকরা শিশু, নারী ও সাধারণ রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ বিনামূল্যে প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের স্টাফ অফিসার মেজর পারভেজ ইমন এবং রুমা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন সাইফুর রহমান।

স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর এই উদ্যোগ দুর্গম পাহাড়ি জনপদে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার এক অনন্য উদাহরণ। যেখানে আধুনিক চিকিৎসা পৌঁছানো কঠিন, সেখানে এই ক্যাম্প জনসাধারণের জন্য আশীর্বাদের মতো।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও পার্বত্য এলাকার সাধারণ মানুষের জন্য এমন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই উদ্যোগ আবারও প্রমাণ করলো, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক দিক থেকেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে রয়েছে তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।