লংগদুর ১ম উপজেলা চেয়ারম্যান রশিদ সরকারের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত

লংগদুর ১ম উপজেলা চেয়ারম্যান রশিদ সরকারের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত

লংগদুর ১ম উপজেলা চেয়ারম্যান রশিদ সরকারের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান আবদুর রশিদ সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ মে) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) লংগদু শাখার উদ্যোগে লংগদু উপজেলা পরিষদ মাঠসংলগ্ন কবরস্থানে এ কর্মসূচি পালন করা হয়।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, লংগদু প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, পিসিসিপি লংগদু উপজেলা শাখার সভাপতি সুমন আহম্মেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেনসহ মরহুমের পরিবারের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা আবদুর রশিদ সরকারের স্মৃতি স্মরণ করে বলেন, “তিনি ছিলেন একজন মানবিক, দৃঢ়চেতা ও সৎ জনপ্রতিনিধি। পাহাড়ে বাঙ্গালিদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ অবস্থানই ছিল তার প্রাণ যাওয়ার মূল কারণ।” তারা তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের এই দিনে পবিত্র মাহে রমজানে ইফতারের আগ মুহূর্তে লংগদু উপজেলার বিএডিসি গোডাউনের সামনে সন্ত্রাসী সংগঠন জেএসএস-এর সশস্ত্র শাখা শান্তিবাহিনী তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। মায়ের সাথে ইফতার করতে মাইনীমুখ বাজার থেকে অনেক দাওয়াত উপেক্ষা করে ফিরছিলেন তিনি, কিন্তু শান্তিবাহিনীর সন্ত্রাসীরা তাকে আর মায়ের কাছে পৌঁছাতে দেয়নি। এই হত্যাকাণ্ড পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালি নেতৃত্বের উপর ভয়াবহ আঘাত হানে। তার মৃত্যুতে সেদিন পুরো লংগদুতে নেমে এসেছিল শোকের ছায়া। এখনো এই হত্যাকাণ্ডের বিচার হয়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।