নানিয়ারচরে সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত এক মানবিক কার্যক্রমে শত শত মানুষ পেয়েছেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ।
সোমবার (৫ মে) উপজেলার বগাছড়ি আল আমিন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করে নানিয়ারচর জোন। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচি পরিদর্শন করেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান।
চিকিৎসাসেবা প্রদান করেন নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশিকুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. শাহেদুর রহমান শাহেদ সহ অন্যান্য সেনা সদস্যরা।
এ কর্মসূচিতে বিভিন্ন বয়সের প্রায় ৩০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবার বিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন, “স্থানীয় জনগণের শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য মানবিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে আমরা পাশে থাকব।”
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি এলাকার অসহায় ও সাধারণ মানুষ। সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত ও প্রশংসা জানিয়েছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।