ঢাকায় পিএসও-এর সাথে সৌদি সশস্ত্র বাহিনীর সহকারী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
 
                 
নিউজ ডেস্ক
সৌদি আরবের সশস্ত্র বাহিনীর সহকারী প্রধান (প্রশিক্ষণ ও উন্নয়ন) মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিম আল খালিদি আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
‘বাংলাদেশ-সৌদি যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি’র প্রথম বৈঠকের পূর্বে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং মুসলিম ভ্রাতৃত্ব ও ঐক্যের ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়। উভয় দেশের সামরিক নেতৃত্ব ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
