পাকিস্তানের ৯ স্থানে ভারতের হামলায় নিহত ৮, ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের
![]()
নিউজ ডেস্ক
পাকিস্তানে বড় ধনের হামলা চালিয়েছে ভারত। এতে দেশটিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন। পাাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশটির নয় স্থানে এই হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে যথাযথভাবে হামলা চালানো হয়েছে।
বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে কাপুরুষোচিত এ হামলা চালিয়েছে ভারত।
ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।