সেনাবাহিনী প্রধানের সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী ও কানাডার মধ্যে সামরিক সহযোগিতা জোরদার, প্রযুক্তি আদান-প্রদান এবং কারিগরি সহায়তা বৃদ্ধির বিষয়ে আলোচনার লক্ষ্যে আজ সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল।

সেনাসদরে আয়োজিত এই সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।

সেনাবাহিনী প্রধানের সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়, যা ভবিষ্যতে যৌথ উদ্যোগের সম্ভাবনাকে আরও প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত কানাডার মান্যবর হাইকমিশনার অজিত সিং উপস্থিত ছিলেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশের প্রতিরক্ষা খাতের মধ্যে সহযোগিতার গভীরতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

সেনাবাহিনী প্রধানের সাথে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

উল্লেখ্য, বাংলাদেশ ও কানাডার মধ্যে দীর্ঘদিন ধরেই সুসম্পর্ক বিদ্যমান, যা বাণিজ্য, শিক্ষা ও শান্তিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে প্রসারিত হচ্ছে। সামরিক সহযোগিতার ক্ষেত্রেও এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।