স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব, প্রতিবাদ জানিয়েছে নাগরিক পরিষদ

স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব, প্রতিবাদ জানিয়েছে নাগরিক পরিষদ

স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব, প্রতিবাদ জানিয়েছে নাগরিক পরিষদ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কতৃক তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখা। এ দাবিকে দেশদ্রোহীতা বলে আখ্যায়িত করে ইউপিডিএফ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়।

আজ রবিবার (১১মে ২০২৫) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা কমিটির সভাপতি শাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।

গত শনিবার জাতীয় সংসদ ভবনের একটি হলে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেয়।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। যাদের কোন রাজনৈতিক নিবন্ধন নেই। তথাপি এ সংগঠনের সাথে আলী রিয়াজের নেতৃত্বে গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর সঙ্গে আলোচনা অত্যন্ত উদ্বেগজনক।

পার্বত্য চট্টগ্রামে সায়ত্তশাসন দাবি বাংলাদেশর সার্বভৌমত্ব প্রতি সুদূরপ্রসারী ষড়যন্ত্র উল্লেখ করে সরকারের এ বৈঠকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি সন্ত্রাসী সংগঠন কতৃক স্বায়ত্তশাসনের দাবি জানানোর মত ধৃষ্টতা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ।

রাষ্ট্রদ্রোহী এ দাবি এবং পাহাড়ে সন্ত্রাসী, চাঁদাবাজির দায়ে ইউপিডিএফকে নিষিদ্ধসহ তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান পিসিএনপি নেতারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।