পূজা মন্ডপে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে উত্তপ্ত লালপুর, সেনা অভিযানে গ্রেফতার ১

পূজা মন্ডপে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে উত্তপ্ত লালপুর, সেনা অভিযানে গ্রেফতার ১

পূজা মন্ডপে উচ্চ স্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষে উত্তপ্ত লালপুর, সেনা অভিযানে গ্রেফতার ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাটোরের লালপুরে পূজা মন্ডপে উচ্চ স্বরে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন এবং একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল ফারাজিপাড়া শিব মন্দির এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের ছেলে সোহেল ও ভুট্টোর ছেলে আলিম। এ ঘটনায় আটক হওয়া যুবকের নাম আলিউল, তিনি একই এলাকার পিন্টুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিব মন্দিরে চলমান পূজা উপলক্ষে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এ সময় স্থানীয় বাসিন্দা পিন্টু উচ্চ শব্দে আপত্তি জানান। এতে সোহেলের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহত দুইজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এগিয়ে আসে এবং আলিউল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।