রাঙামাটিতে শুরু হলো দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল

রাঙামাটিতে শুরু হলো দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল

রাঙামাটিতে শুরু হলো দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে তিনদিনব্যাপী এই আয়োজন শুরু হয়েছে শুক্রবার। এতে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। এরপর উপস্থাপন করা হয় তিনটি মূল প্রবন্ধ। এতে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবায় উদ্ভাবনের ভূমিকা, প্রাকৃতিক উৎস থেকে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আলোকপাত করেন খ্যাতিমান বিজ্ঞানীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও বিজ্ঞানী অধ্যাপক ড. সাইদুর রহমান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহিনুল আলম। এছাড়া আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রজেক্ট উপস্থাপন করেন। আগামী ১৮ মে পর্যন্ত চলবে এই আয়োজন। থাকছে বৈজ্ঞানিক কর্মশালা, পোস্টার প্রদর্শনী এবং বিভিন্ন সেশনভিত্তিক আলোচনা।

আয়োজকরা আশা করছেন, এই সম্মেলন নতুন প্রজন্মের গবেষকদের জন্য একটি দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।