মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে তবলছড়ির চৌধুরীপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ মে) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তবলছড়ি বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৯ এমএম পিস্তল ও একটি ভারতীয় ৮ এমএম পিস্তলসহ ২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জোন অধিনায়ক আরও জানান, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক বলেন, যামিনীপাড়া ব্যাটালিয়নের পক্ষ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।