জেলা পরিষদে চাকরি পেলেন ফুটবলার আনাই মগিনী

জেলা পরিষদে চাকরি পেলেন ফুটবলার আনাই মগিনী

জেলা পরিষদে চাকরি পেলেন ফুটবলার আনাই মগিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের নারী ফুটবলের পরিচিত মুখ আনাই মগিনী এবার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন। জাতীয় দলের হয়ে দেশের গর্ব হয়ে ওঠা এই খেলোয়াড় এবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চাকরিতে যোগ দিয়েছেন।

শনিবার (১৭ মে) দুপুরে আনাই মগিনী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মাস্রাথোয়াই মারমা উপস্থিত ছিলেন।

নিয়োগপত্র হাতে পেয়ে আনাই মগিনী সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এটি আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি ফুটবলের মাধ্যমে দেশের সেবা করেছি, এখন প্রশাসনিক দায়িত্বের মাধ্যমে আরও কিছু করতে পারব।”

খাগড়াছড়ির সাতভাইয়া পাড়ার মেয়ে আনাই দীর্ঘদিন ধরে নারী ফুটবলে সক্রিয় ছিলেন। ২০২১ সালে ভারতের বিপক্ষে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালে বিজয়ী গোল করে তিনি জাতীয় পর্যায়ে দারুণ প্রশংসা অর্জন করেছিলেন। তবে দীর্ঘদিন জাতীয় দলে অবহেলা ও অনিয়মিত সুযোগ পাওয়ার কারণে মাত্র ২১ বছর বয়সে তিনি ফুটবল ক্যারিয়ার শেষ করে ব্যবসার কাজে মনোনিবেশ করেন।

তার ছোট বোন আনুচিং মগিনীর ভাষ্য অনুযায়ী, নিয়মিত অবহেলা ও সুযোগ না পাওয়ার বেদনা থেকেই আনাই ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে ফুটবল ছাড়লেও দেশের প্রতি ভালোবাসা ও সেবা করার মানসিকতা থেকে সরে যাননি তিনি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, “আনাই মগিনী আমাদের জেলার গর্ব। তার ফুটবলের অবদান অনস্বীকার্য। আমরা বিশ্বাস করি, তিনি প্রশাসনিক দায়িত্বেও সমানভাবে সফল হবেন।”

আনাই মগিনীর এই নতুন যাত্রা তার ভক্তদের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি দেশের প্রান্তিক এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের জন্য আশার বার্তা। তিনি যেমন ফুটবলে সফল ছিলেন, তেমনি প্রশাসনিক দায়িত্বেও তিনি সাফল্যের স্বাক্ষর রাখবেন—এটাই সকলের প্রত্যাশা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।