ফুটবলার রিয়েলী চাকমাকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দিল রাজনগর জোন
![]()
নিউজ ডেস্ক
পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানাবিধ সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনার ধারাবাহিকতায় আবারও অনুকরণীয় ভূমিকা রাখলো রাজনগর জোন (৩৭ বিজিবি)।
উদীয়মান ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান এবং ভবিষ্যৎ তারকা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি এবার আন্তর্জাতিক আসরে অংশগ্রহণকারী এক তরুণ ফুটবলারকে বিশেষ সম্মাননা জানালেন জোন কর্তৃপক্ষ।
আগামী ২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করবেন রিয়েলী চাকমা। তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গুলশাখালী ইউনিয়নের শান্তি নগর এলাকার বাসিন্দা এবং নবীন চাকমার পুত্র।
তার এই ক্রীড়াঙ্গনে অসামান্য সাফল্য ও সম্ভাবনাকে স্বীকৃতি জানিয়ে ১৮ মে বিজিবি রাজনগর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাছান এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় রাজনগর জোন অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি রাজনগর জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আদর্শকে ধারণ করে স্থানীয় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আমরা প্রতিভাবান ও উদীয়মান খেলোয়াড়দের চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় সহায়তা ও উৎসাহ প্রদান করে থাকি। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানো তরুণ খেলোয়াড়দের জন্য এই ধরণের প্রণোদনা যেমন গর্বের, তেমনি আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণাও বটে।
বিজিবি রাজনগর জোনের এই মানবিক ও ক্রীড়াবান্ধব কার্যক্রম পাহাড়ে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।