গোটা পাকিস্তান ভারতের রেঞ্জের মধ্যে আছে: জেনারেল ইভান
![]()
নিউজ ডেস্ক
‘অপারেশন সিন্দুর’র পটভূমিতে গোটা পাকিস্তানজুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো অস্ত্রাগারের ক্ষমতা আছে ভারতের। দেশটির সামরিক সক্ষমতার কথা তুলে ধরে এমন দাবি করেছেন ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা।
সোমবার (১৯ মে) বার্তা সংস্থা এএনআই-এর সঙ্গে এক সাক্ষাৎকারে লেফটেন্যান্ট জেনারেল ডি’কুনহা বলেন, ‘পুরো পাকিস্তান আমাদের রেঞ্জের মধ্যে। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে যদি খাইবার পাখতুনখোয়ার মতো অঞ্চলেও স্থানান্তরিত করা হয়, তারপরও তাদের গভীর গর্ত খুঁজে বের করতে হবে (পালানোর জন্য)।’
আমি শুধু বলতে চাই, ভারতের কাছে পাকিস্তানের গভীরে আক্রমণ করার জন্য পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার রয়েছে। প্রশস্ত থেকে সংকীর্ণ পথ, পুরো পাকিস্তান আমাদের আওতার মধ্যে রয়েছে। আমরা আমাদের সীমানা থেকেই সমগ্র পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেজন্য আমরা সম্পূর্ণরূপে সক্ষম।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।