‘বাংলাদেশ সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান’

‘বাংলাদেশ সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান’

‘বাংলাদেশ সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তান’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান মুসলিম লীগ (এন)–এর সিনিয়র নেতা ও সাবেক সেনেটর (অব.) লেফটেন্যান্ট জেনারেল আবদুল কায়্যুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি কনফেডারেশন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “যদি উভয় দেশ চায়, তাহলে তারা সাংবিধানিক কনফেডারেশন গঠন করতে পারে এবং একযোগে তাদের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করতে পারে।”

পাকিস্তান এক্স-সার্ভিসম্যান সোসাইটির সভাপতি জেনারেল কায়্যুম বলেন, পাকিস্তান বাংলাদেশ সেনাবাহিনীকে পূর্ণ সামরিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে প্রস্তুত। “আমাদের একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র আমাদের ভাইদের জন্য উন্মুক্ত।”

ভারতের ভূমিকাকে সমালোচনা করে তিনি বলেন, “ভারত যদি কাশ্মিরিদের আত্মনির্ধারণের অধিকার দেয়, সিন্ধু পানি চুক্তি সম্মান করে এবং পাকিস্তানে সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করে, তাহলে ভারত সঙ্গে শান্তি স্থাপন সম্ভব।” তিনি আরও বলেন, “বিজেপির হিন্দুত্ববাদী দর্শন ও আরএসএস-নিয়ন্ত্রিত চরমপন্থী সরকার ক্ষমতায় থাকলে শান্তি স্থাপন কঠিন।”

ভারত-ইসরায়েল জোটের বিরুদ্ধে পাকিস্তান ও চীন একটি প্রতিরোধমূলক জোট গঠন করেছে উল্লেখ করে তিনি বলেন, “পাকিস্তানের প্রচলিত প্রতিরোধ ক্ষমতা বৈধতা পেয়েছে। ভারতীয় দ্রুত শাস্তিমূলক হামলার নীতি ব্যর্থ হয়েছে।”

১৯৭১ সালের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “পাকিস্তান ও বাংলাদেশ এক জাতি ছিল। পাকিস্তান মুসলিম লীগ (এন) বিশ্বাস করে যে দুই দেশ একত্রে কাজ করলে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনতে পারে।”

এদিকে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে দুই দেশের সামরিক কমান্ডাররা একে অপরের সঙ্গে বৈঠক করেছেন এবং যৌথ ব্যবসা পরিষদ প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক উন্নতির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

এই প্রস্তাব ও সম্পর্ক উন্নতির উদ্যোগ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।