সাজেকে বজ্রপাতে আহত বিধবা নারীর চিকিৎসায় মানবিক সাড়া বিজিবির

সাজেকে বজ্রপাতে আহত বিধবা নারীর চিকিৎসায় মানবিক সাড়া বিজিবির

সাজেকে বজ্রপাতে আহত বিধবা নারীর চিকিৎসায় মানবিক সাড়া বিজিবির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি  উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম নিউথাংনাক পাড়ায় বজ্রপাতে মারাত্মক আহত হয়েছেন নলেনটি ত্রিপুরা (২৬) নামে দুই সন্তানের জননী এক বিধবা ত্রিপুরা নারী। দুর্গম এই এলাকায় না আছে হাসপাতাল, না আছে কোনো ক্লিনিক। ফলে আহত এই নারীর চিকিৎসার একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে দুর্ঘটনার খবর পৌঁছায় বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকীর কাছে। খবর পেয়েই তিনি দ্রুত নিউথাংনাক বিওপি কমান্ডারকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশ দেন।

তারপরই বিজিবি সদস্যরা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে আহত নলেনটি ত্রিপুরার কাছে ছুটে যান। সীমিত সামর্থ্য ও সরঞ্জাম নিয়েও তারা প্রাথমিক চিকিৎসা দেন এবং তার জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনও আহত নারীর জ্ঞান পুরোপুরি ফিরে আসেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসার প্রয়োজন।

সাজেকে বজ্রপাতে আহত বিধবা নারীর চিকিৎসায় মানবিক সাড়া বিজিবির

কিন্তু অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, দুর্গম পাহাড়ি পথ এবং সড়ক অবকাঠামোর অভাবে এখনো তাকে উপজেলা সদর হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, এই দুর্গম এলাকায় সরকারি স্বাস্থ্যসেবার কোনো বাস্তব উপস্থিতি নেই। নানা প্রতিকূলতা সত্ত্বেও সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাই এখানে মানবিক চিকিৎসা সহায়তার একমাত্র নির্ভরযোগ্য আশ্রয়।

নিউথাংনাকের এক বাসিন্দা বলেন, “আমরা অসুস্থ হলে চিকিৎসা কোথাও পাই না। কিন্তু সেনাবাহিনী ও বিজিবির ভাইরাই যতটুকু পারেন, আমাদের সাহায্য করেন। ওনারাই সৃষ্টিকর্তার পরে ভরসা।”

এ ঘটনা আবারো প্রমাণ করে, শুধু সীমান্ত রক্ষায় নয়, মানবিক সেবায়ও বিজিবির সদস্যরা কতটা অঙ্গীকারবদ্ধ। জীবন রক্ষায় যে লড়াই, তাতে দুর্গম পাহাড়েও সেনা-বিজিবি সদস্যরাই এগিয়ে থাকেন সবার আগে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।