থানচি-বান্দরবান রুটে সিগারেট পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল ৩৮ বিজিবি
![]()
নিউজ ডেস্ক
থানচি-বান্দরবান সড়কে চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) কঠোর নজরদারিতে আবারও ধরা পড়েছে অবৈধ সিগারেটের চালান। গতকাল সোমবার (১৯ মে) সকাল ১০টা ৫০ মিনিটে বলিপাড়া জোনের ১নং জিপি গেইট চেকপোস্টে বিজিবির নিয়মিত তল্লাশির সময় বাসের লাগেজ বক্সে লুকানো অবস্থায় মায়ানমারের ৫০০ প্যাকেট Oris ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
চোরাচালানকৃত এই সিগারেটের বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
সূত্র জানায়, থানচি হতে বান্দরবানগামী একটি সিভিল বাস (পূবালী, চট্টো মেট্রো জ ১৪-২৪৯০) তল্লাশিকালে বিজিবির K-9 ইউনিটের সহায়তায় আমের ক্যারেটের ভেতরে লুকানো অবস্থায় সিগারেটগুলো পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে বাসের কোনো যাত্রী মালিকানা স্বীকার না করায়, পরে বাসের হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি জানান, যাত্রীদের ভিড়ের কারণে সিগারেটের প্রকৃত মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে তার কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে সতর্কতামূলক নির্দেশনা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে বলিপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বলেন, “চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত। সীমান্ত এলাকাকে নিরাপদ রাখতে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত সদস্যদের ব্যবহার করা হচ্ছে। আমাদের লক্ষ্য শুধু সীমান্ত রক্ষা নয়, সমাজ থেকে অবৈধ বাণিজ্য ও অপরাধমূলক কার্যক্রম নির্মূল করাও।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।