রামগড়ে বিজিবির উন্নয়ন কার্যক্রমে প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হচ্ছে স্থানীয় যুব সমাজ

রামগড়ে বিজিবির উন্নয়ন কার্যক্রমে প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হচ্ছে স্থানীয় যুব সমাজ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সীমান্ত সুরক্ষার পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় বিজিবি জোন (৪৩ বিজিবি) এখন স্থানীয় তরুণ সমাজকে প্রশিক্ষিত ও স্বাবলম্বী করে তোলার কাজে এগিয়ে এসেছে। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে  আজবুধবার (২১ মে) সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সকাল ৯টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ।

তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন এবং বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আমরা এলাকায় শান্তি ও উন্নয়নের স্বার্থে সচেষ্ট। বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে এই কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

রামগড়ে বিজিবির উন্নয়ন কার্যক্রমে প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হচ্ছে স্থানীয় যুব সমাজ

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ শুধু জীবিকার পথই খুলে দেবে না, বরং ব্যক্তি ও জাতির আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

এসময় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদসহ পদস্থ বিজিবি কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

রামগড় বিজিবি জোন কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবনমান উন্নয়নে বিজিবির এ ধরনের আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি ও সমতল এলাকার তরুণ-তরুণীরা যেমন প্রশিক্ষিত ও দক্ষ হয়ে উঠছে, তেমনি গড়ে উঠছে আত্মনির্ভরশীল এক নতুন প্রজন্ম—এটাই রামগড় বিজিবি জোনের মূল লক্ষ্য।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।