রামগড়ে বিজিবির উন্নয়ন কার্যক্রমে প্রশিক্ষণ শেষে স্বাবলম্বী হচ্ছে স্থানীয় যুব সমাজ

নিউজ ডেস্ক
সীমান্ত সুরক্ষার পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় বিজিবি জোন (৪৩ বিজিবি) এখন স্থানীয় তরুণ সমাজকে প্রশিক্ষিত ও স্বাবলম্বী করে তোলার কাজে এগিয়ে এসেছে। ‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সমাপনী ব্যাচের শিক্ষার্থীদের মাঝে আজবুধবার (২১ মে) সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকাল ৯টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ।
তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন এবং বলেন, “সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আমরা এলাকায় শান্তি ও উন্নয়নের স্বার্থে সচেষ্ট। বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে এই কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ শুধু জীবিকার পথই খুলে দেবে না, বরং ব্যক্তি ও জাতির আর্থ-সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
এসময় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদসহ পদস্থ বিজিবি কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
রামগড় বিজিবি জোন কর্তৃপক্ষ জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবনমান উন্নয়নে বিজিবির এ ধরনের আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পাহাড়ি ও সমতল এলাকার তরুণ-তরুণীরা যেমন প্রশিক্ষিত ও দক্ষ হয়ে উঠছে, তেমনি গড়ে উঠছে আত্মনির্ভরশীল এক নতুন প্রজন্ম—এটাই রামগড় বিজিবি জোনের মূল লক্ষ্য।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।