রামগড়ে বিজিবির মেডিকেল ক্যাম্পে দুই’শ জনকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলার খাগড়াছড়ির সীমান্তবর্তী রামগড় উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবির রামগড় জোন (৪৩ বিজিবি)।
‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় আজ বুধবার (২১ মে) উপজেলার খাগড়াবিল এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি আয়োজন করে বিজিবি।
মেডিকেল ক্যাম্পে মোট ২০০ জন স্থানীয় বাঙালি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রামগড় জোনের মেডিকেল অফিসার এবং রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক সম্মিলিতভাবে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করেন।

এই মানবিক উদ্যোগ সম্পর্কে বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নেও তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা থাকায় বিজিবির এ ধরনের কার্যক্রম স্থানীয়দের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।
রামগড় জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবা ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।